Currently Empty: ৳ 0.00
শর্তাবলি (Terms & Conditions)
এই কোর্সে ভর্তি, ফি, ক্লাস, রেকর্ডিং, সার্টিফিকেট ও আচরণবিধি সংক্রান্ত সকল নিয়মাবলি এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। কোর্সে অংশগ্রহণের আগে শর্তাবলি ভালোভাবে পড়া বাধ্যতামূলক।

ভর্তি ও ফি সংক্রান্ত
- একবার ভর্তি হওয়ার পর কোর্স ফি ফেরতযোগ্য নয়।
- ডিসকাউন্ট বা স্কলারশিপ ফি শুধুমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত প্রযোজ্য।
- ফি প্রদানকারীদের নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করতে হবে।

ক্লাস ও উপকরণ
- সকল লাইভ ক্লাস রেকর্ড করা হবে
- শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য শেয়ার করা হবে।
- নোটস ও প্র্যাকটিস ফাইল শুধুমাত্র একক ব্যবহারের জন্য .

সফটওয়্যার ও কারিগরি সহায়তা
- সফটওয়্যারগুলো শিক্ষার্থীদের নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।
- ইন্সটলেশন গাইড ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করি।

সার্টিফিকেট
- কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন।
- সার্টিফিকেটে ভুল তথ্য সংশোধনে ফি প্রযোজ্য হতে পারে।

ফ্রিল্যান্সিং ও চাকরির গাইডলাইন
- কোর্স শেষে ফ্রিল্যান্সিং বা চাকরির পরামর্শ প্রদান করা হয়,
- কোনও চাকরির নিশ্চয়তা প্রদান করা হয় না।

আচরণবিধি
- কোর্স চলাকালীন শিক্ষার্থীকে শিষ্টাচার বজায় রাখতে হবে।
- অশালীন আচরণে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।